শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৬০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

খুলনা অফিস: খুলনা বিভাগে গত একদিনে ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৯১ জনের। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা।  

তিনি জানান, গত একদিনে খুলনা বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৪ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয়জন, নড়াইলের সাতজন, মাগুরার চারজন, ঝিনাইদহের তিনজন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার ছয়জন ও মেহেরপুরের পাঁচজনের মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার খুলনা বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিলো এবং ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর শুক্রবার বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিলো।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102