শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

ইংল্যান্ড সিরিজে যে দুই কীর্তির সামনে সাকিব

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

মাঠে নামলেই যেন রেকর্ড গড়েন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে এবার দুটি দারুণ মাইলফলক অপেক্ষা করছে।আসছে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেই হয়ে যেতে পারে অর্জনগুলো।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আর মাত্র ১৬৫ রান করতে পারলেই সাকিব হবেন বাংলাদেশের ওয়ানডেতে ৭০০০ বা তার বেশি রান করা দ্বিতীয় ব্যাটার। আন্তর্জাতিক ওয়ানডেতে ৭০০০ বা তার বেশি রান আছে মোট ৪৩ জনের।

ওয়ানডেতে সাকিবের বর্তমান রান ৬৮৩৫। বাংলাদেশিদের মধ্যে তিনি শুধু পিছিয়ে আছেন তামিম ইকবালের থেকে। যার ওয়ানডে রান সংখ্যা ৮০৭৪।

এছাড়া বল হাতে আর ৬ উইকেট নিলে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মালিক হবেন সাকিব। ওয়ানডেতে ৩০০ বা তার বেশি উইকেট শিকার করেছেন ১৩জন বোলার। ২৯৪ উইকেট নিয়ে সাকিব ওয়ানডেতে ১৪তম সর্বোচ্চ উইকেটের মালিক।

আগামী ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু। প্রথম দুই ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, শেষটি ৬ মার্চ চট্টগ্রামে। এই সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102