শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভোগলমান চারমাথায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুছ দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

এ ব্যাপারে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, আব্দুল কুদ্দুছ ভোগলমান চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুছের বুকে গুলি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102