বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবি আদায়ে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সব জেলায় পদযাত্রা করবে দলটি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির দেশব্যাপী মহানগর পদযাত্রা থেকে চলমান গণআন্দোলনের নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিউজ/এম.এস.এম