ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন মুখ হিসেবে এই দলে আছেন টপঅর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।
চলতি বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়ার পুরস্কার হিসেবেই এই দলে ঠাঁই হলো তার। এবারের বিপিএলের এবারের আসরে ১৩ ম্যাচে ৫টি ফিফটিসহ ৪০৩ রান করেছেন হৃদয়। প্রায় ৩৭ গড় আর ১৪০-এর ওপর ছিল স্ট্রাইকরেট। বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে হৃদয়।
এছাড়া, ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দল থেকে বাদ পড়েছেন পাঁচজন। তারা হলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, পেসার শরিফুল ইসলাম, টপ অর্ডার এনামুল হক বিজয়, বামহাতি স্পিনার নাসুম আহমেদ ও মিডল অর্ডার ইয়াসির আলী রাব্বি।
চোটের কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না তামিম ইকবাল। অধিনায়ক হয়েই ফিরেছেন তিনি। ফিরেছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম।
আগামী ১ মার্চ থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংলিশরা।
প্রসঙ্গত, সর্বশেষ ওয়ানডে সিরিজে স্কোয়াড ছিল ১৬ জনের। এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের ১৪ জনকে নিয়ে দল সাজানো হয়েছে।
নিউজ/এম.এস.এম