ছাতকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটি কে স্বাগত জানিয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক পৌর শহরে ছাতক উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল ছাতক পৌর শহর প্রদক্ষিণ শেষে পরবর্তী পথসভা চৌধুরী কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজল, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার দ্বায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, ছাতক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান আশিক, আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, ছাতক পৌরসভার কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, সাবেক কাউন্সিলর সুদীপ দে, পৌর আওয়ামীলীগ নেতা প্রণয় কুমার আচার্য মুন্না, বাবুল পাল, লাভলু তালুকদার, শরীফ আলম, নেছার আহমদ, আব্দুল হামিদ, চম্পু দত্ত, স্বপন তরফদার, মিজান মিয়া তালুকদার, মাহবুব আলম সেলিম, উপজেলা আওয়ামীলীগ নেতা রেজা মিয়া তালুকদার, আফিক আলী, এমাদুল হক এমাদ, কামাল উদ্দিন, শাহীন তালুকদার, কবির আহমদ, সুন্দর আলী বুলবুল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রহুল আমিন তালুকদার, আখলুছ মিয়া, হাজী জয়নাল আবেদীন, নুর উদ্দিন, ডাঃ রেদওয়ানুল হক আরজু, আব্দুল মমিন, মোতাহির মিয়া, আরশ আলী ভাসানী, আজাদ মিয়া মেম্বার, লায়েক মিয়া তালুকদার, নুর মিয়া, খলিলুর রহমান, মুজিবুর রহমান, শামসুল হক, লয়লু মিয়া, আলী আসগর, বদরুল মিয়া, রিপন মিয়া।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা নুরুজ্জামান চৌধুরী সম্রাট, ছাতক উপজেলা যুবলীগ সহ-সভাপতি লায়েক মিয়া, নজরুল চৌধুরী, সৈয়দ ফজলে রাব্বি জনি, আনোয়ার হোসেন, সামীউল হক সানী, মিসবাহ আহমদ মিসহাক, আব্দুল কাদির তালুকদার, রিয়াদ আহমদ চৌধুরী, হোসাইন আহমদ বাবলু, নিজাম মিয়া, সবুজ মিয়া, রুহেল আহমদ, জাহাঙ্গীর আলম তারেক, শামিম মিয়া, নিজু মিয়া, জাহাঙ্গীর মিয়া, সাবলিক মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কাজল,মামুন মিয়া, শাহীন মিয়া লিটন মিয়া, জামায়েল আহমদ ফরহাদ, বিলাল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউল সানি, মোস্তফা কামাল চৌধুরী মাহির, ফকরুল হাসান জেনিস, তোফায়েল আহমেদ তালুকদার, তাশরীফ হোসেন, রেজু আহমদ, হাফিজুর রহমান মনাই, রুয়েল আহমদ, জাকির হোসেন, আবীর হোসেন তালুকদার, রানা আহমদ, জীবরান আহমদ, রাহেল আহমদ, নাইম আহমদ, সাদিকুর রহমান সাজ্জাদ, শাহরাজ মিয়া প্রমুখ। আনন্দ মিছিলে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।