শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত আল্লাহর ওয়াস্তে মানুষের খেদমত করুন দেড় বছরেও চালু হয়নি বাল্লা স্থলবন্দর পঞ্চগড় রেললাইনের পাশ থেকে ধর্ষিতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির ও খৎনা কর্মসূচি অনুষ্ঠিত পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ ছাতকে তারুণ্যের উৎসবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে গুরুত্বপূর্ণ উপাদান- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বুধবার ফুলতলী ছাহেব ক্বিবলাহর ঈসালে সাওয়াব মাহফিল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এসেছে ভারতের ১০৫ মেট্রিকটন চাল

টাকার জন্যই সুন্দরী অভিনেত্রী ‘মোটা’ প্রযোজককে বিয়ে করলেন!

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

তামিল অভিনেত্রী মহালক্ষ্মী ও প্রযোজক রবিন্দর চন্দ্রশেখরের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে।

এই জুটি নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর প্রায়ই কটাক্ষের শিকার হতে হচ্ছে তাদের।

রবিন্দর চন্দ্রশেখর পেশায় প্রযোজক ও লগ্নিকারক। মূলত তামিল শিল্পজগতেই কাজ করেন। অনেকের ধারণা, টাকার জন্যই এ সুন্দরী অভিনেত্রী ‘মোটা’ প্রযোজককে বিয়ে করেছেন।

অনেকে আবার রবিন্দর চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসাও খুঁজে পেয়েছেন। তাদের বিশ্বাস— ‘ভালোবাসা সত্যিই বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না।

বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন , তুমি আমার হৃদয় চুরি করেছ। কিন্তু আমি তোমাকে এটি রাখার অনুমতি দেব।

আরেকটি ছবিতে লিখেছিলেন ,জীবন খুব সুন্দর। আর তুমিই এটি সম্ভব করেছ। আমি ভাগ্যবান যে, তুমি আমার জীবনে এসেছ। তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক।

জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবিন্দর লিখেছিলেন ,ভালোবাসার ভালোবাসা দরকার। ভালোবাসার মহালক্ষ্মী দরকার। আমি তোমাকে ভালোবাসি আমার বউ।

পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি তিরুপতি বালাজির মন্দিরে একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। রবিন্দর ও মহালক্ষ্মী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

‘ভানি রানি’, ‘অফিস’, ‘চেল্লামে’, ‘উথিরিপুক্কল’এবং ‘ওরু কাই ওসাই’ শিরোনামে কয়েকটি তামিল সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী। অন্যদিকে রবিন্দর তার লিব্রা প্রোডাকশনের ব্যানারে ‘নাটপুনা এন্নাডু থেরিয়ুমা’ ‘মুরুঙ্গাইকাই চিপস’, ‘বিদ্যুম ওয়ারাই কাঠিরু’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102