মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ

ইউক্রেনে ব্রিটেনের ট্যাঙ্কও পুড়বে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

যুদ্ধে লড়াই চালাতে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে যেসব ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করছে ব্রিটেন, তা পুড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে, শনিবার ইউক্রেনে ১৪টি যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার-২ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব ট্যাঙ্কের পাশাপাশি অন্যান্য উন্নত অস্ত্র পাঠানো হবে বলে জানায় দেশটি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘তারা (পশ্চিমারা) এই দেশটিকে (ইউক্রেন) তাদের রুশ-বিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, ‘এসব ট্যাঙ্ক জ্বলছে এবং বাকিগুলোর মতোই জ্বলবে।’ পেসকভ বলেন, ব্রিটেন ও পোল্যান্ডের মতো অন্যান্য দেশের পাঠানো নতুন সরবরাহ ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না।

এদিকে, পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, রাশিয়ার হামলা থেকে আত্মরক্ষায় ট্যাঙ্কসহ প্রয়োজনীয় সব অস্ত্র ইউক্রেনে পাঠানো উচিত জার্মানির। পার্লামেন্টে সাবেক রক্ষণশীল অর্থমন্ত্রী উলফগ্যাং শোয়েবলের অর্ধশতক পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মূল বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি।

অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানোর অনিচ্ছার সমালোচনাও করেন মাতেউস। তিনি বলেন, আমি জার্মান সরকারের কাছ থেকে সুচিন্তিত পদক্ষেপ প্রত্যাশা করছি।

পোল্যান্ডের এই প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে সব ধরনের অস্ত্র সরবরাহ করতে হবে। আমরা যখন এখানে কথা বলছি, তখন ইউক্রেনে স্বাধীনতার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই চলছে। সূত্র: আলজাজিরা, রয়টার্স।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102