রাঙামাটি সদর উপজেলার ৯ নং ওয়ার্ডের উলুছড়া পাড়ায় অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন রাঙামাটির বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী মঈন উদ্দিন সেলিম।
রবিবার(১৫ জানুয়ারি) বিকালে নিজ উদ্যোগে উলুছড়া পাড়ায় বয়স্ক অসহায় শীতার্থ ২০ পরিবারের মাঝে শীতের উষ্ণতার উপহার তুলে দেন এই সমাজ সেবক।
এসময় হাজী মঈন উদ্দিন সেলিম বলেন, সব সময় আমি চেষ্টা করে আসছি মানুষের পাশে দাঁড়াতে। করোনাকালীন সময়েও আমি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আজকে এই উলুছড়া পাড়ায় ২০ পরিবারের মাঝে শীতের উষ্ণতা পৌঁছে দিতে পেরে মনের মাঝে প্রশান্তি অনুভব করছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন যতদিন বেঁচে থাকব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।
এসময় শীতবস্ত্র বিতরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ভিপি অসীম দত্ত ও এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।