বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি

মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর্জেন্টিনা। কিন্তু বিশ্বে মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে মেসির দেশ। ২০২২ সালে সেখানে মূল্যবৃদ্ধি প্রায় ৯৮.৪ শতাংশ। যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বাজারে যাওয়া আতঙ্কের হয়ে উঠতে আর্জেন্টিনাবাসীর কাছে। দুধ, তেল, চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে। গত বছর থেকেই এই ধারা অব্যাহত। এর পাশাপাশি জামা-কাপড়, জুতা, প্রসাধনী দ্রব্য, হোটেল ভাড়া, পরিবহণের খরচও বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সংস্থা ব্যারনের প্রতিবেদনে ২০২২ সাল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কত শতাংশ বেড়েছে তার হিসাব দেয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দুধের দাম বেড়েছে ৩২০ শতাংশ। ভোজ্য তেল ৪৫৬ শতাংশ, চিনি ৪৯০ শতাংশ, জুতা ও জামাকাপড়ের দাম বেড়েছে ১২০ শতাংশেরও বেশি। এছাড়াও হোটেল, রেস্তোরাঁর খরচ বেড়েছে ১০৯ শতাংশ।

জুনিয়ান রাত্তা নামের এক আর্জেন্টানই বলেছেন, বাজারে এসে সব্জি কিনলে মনে হচ্ছে গয়না কিনছি। খুব খারাপ সময় কাটাচ্ছি।

এছাড়াও বিশ্বের বেশিরভাগ দেশের মতো, আর্জেন্টিনাতে জ্বালানি সহ পণ্যের দাম বেড়ে যাওয়ায় দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে।

আর্জেন্টিনায় এ রকম ভয়াবহ পরিস্থিত আগে তৈরি হয়েছিল ১৯৯১ সালে। কার্লোস মেনেমের শাসনকালে সে দেশে ১৭১ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছিল।

এখনকার মূলবৃদ্ধির বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধারাবাহিক ভাবে আয়ে ঘাটতি, ক্রমাগত অবমূল্যায়নের পাশাপাশি দেশের বাইরের কিছু কারণও এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবও সে দেশের শস্য এবং জ্বালানিতে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের। এর পাশাপাশি দেশটির অর্থনৈতিক বৃদ্ধির হারেও ধাক্কা খেয়েছে বলে জানা গেছে। জিডিপির প্রবৃদ্ধি সেখানে কমে দাড়িয়েছে প্রায় ৫ শতাংশ।

এদিকে মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যে, প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সরকার গত মাসে খাদ্য ও ব্যক্তিগত স্বাস্থ্য সংস্থাগুলোর সাথে মার্চ পর্যন্ত প্রায় ২ হাজার পণ্যের দাম নিধারণ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। এছাড়াও আরও ৩০ হাজার পণ্যের দাম নিধারণ করার পরিকল্পনা চলছে।

অন্যদিকে, গত বছর আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক তার মূল সুদের হার ৭৫ শতাংশ বৃদ্ধি করেছে। সূত্র: বিবিসি, টিভিনাইন

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102