রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

চলতি বছরে বৈশ্বিক মন্দার পূর্বাভাস বিশ্ব ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। এর কারণ হিসেবে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির প্রভাব তীব্রতর হওয়া এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অব্যাহত থাকায় বিশ্বের প্রধান অর্থনৈতিক অঞ্চলগুলো থমকে গেছে।

উন্নয়ন ঋণদাতারা জানিয়েছে, তারা ২০২৩ সালে বৈশ্বিক জিডিপিতে ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা করেছে। অথচ ২০২২ সালের জুনে বিশ্বব্যাংক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে ২০২৩ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৩ শতাংশ। চলতি বছরের পূর্বাভাসকৃত প্রবৃদ্ধির হার ১৯৯৩ সালের পর থেকে ২০০৯ ও ২০২০ সালের মন্দার বাইরে সবচেয়ে ধীর গতির।

বিশ্বব্যাংক ২০২৪ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৭ পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছে। ২০২২ সালে প্রবৃদ্ধির অনুমান ছিল ২ দশমিক ৯ শতাংশ। সংস্থাটি জানিয়েছে, ২০২২-২০২৪ সময়ের জন্য গড় প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে হবে। অগ্রসর অর্থনীতির দেশগুলোর অর্থনীতির গতিও এই সময়ে স্লথ হবে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ কমতে পারে এবং একই সময়ে ইউরো অঞ্চলের জিডিপিতে কোনো উত্থান-পতন হবে না। সবকিছু মিলিয়ে তিন বছরেরও কম সময়ের মধ্যে বিশ্ব নতুন করে মন্দার কবলে পড়তে যাচ্ছে।

প্রতিবেদনের সাথে দেওয়া একটি বিবৃতিতে বিশ্ব ব্যাংক বলেছে, ‘ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, যেকোনো নতুন প্রতিকূল উন্নয়ন,যেমন-প্রত্যাশিত মূল্যস্ফীতি এবং  তা নিয়ন্ত্রণে রাখতে সুদের হারের আকস্মিক বৃদ্ধি, কোভিড-১৯ মহামারির পুনরুত্থান বা ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা- বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102