দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিডি চয়েসের (CD Choice) মূল চ্যানেলসহ ৭টি হ্যাকড হয়েছে। মূল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই চ্যানেলটি। প্রায় আড়াই কোটি সাবস্ক্রিপশন রয়েছে সিডি চয়েসের ওই চ্যানেলে। যদিও হ্যাকাররা কোনো বার্তা দেয়নি এবং অপ্রীতিকর কোনো কন্টেন্টও প্রকাশ করেনি।
জানা গেছে, বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিডি চয়েসের এই চ্যানেলটি বেহাত হয়। প্রতিষ্ঠানটি বলছে, চ্যানেলগুলো উদ্ধারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
চ্যানেলগুলোর ভিডিও দেখতে ইউটিউবে সিডি চয়েস লিখে সার্চ দিলে সিডি চয়েজ এর পরিবর্তে চ্যানেলটির নাম আসে ‘Tesla Live’।
নিউজ /এমএসএম