সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে ইতালী প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল রাজধানীর নয়াপল্টন চায়না টাউনের লেভেল ২২ এ পরিষদের কার্যালয়ে প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালী এর সম্মানিত সভাপতি অলিউদ্দিন শামীম, সিনিয়র সহসভাপতি মাফিজুল ইসলাম রাসেল, মহিলা সম্পাদিকা আঁখি সীমা কাউসার এর সাথে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উভয় সংগঠনের নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে, ইতালিতে বসবাসকারী সিলেটিসহ অন্যান্য প্রবাসীদের সাথে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে দুই সংগঠন একসাথে কাজ করবে। প্রবাসীগণ দেশে আসলে তাহাদের নিরাপত্তাসহ বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণে সহযোগিতা করতে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দের কাছে প্রস্তাব পেশ করেন।
তাহাদের প্রস্তাব যোগাযোগ ও উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ সাদরে গ্রহণ করেন। এছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়নে উভয় সংগঠন এক হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো.কুতুব উদ্দিন সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম