বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

দিনকালের ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের জারি করা প্রজ্ঞাপন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে প্রেস কাউন্সিলের আপিল বোর্ড।

মঙ্গলবার প্রেস কাউন্সিলের আপিল বোর্ডের বিচারক বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও ইকবাল সোবহান চৌধুরী এ আদেশ দেন।

এদিন দিনকালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাভোকেট আহমেদ আজম খান, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেওয়ান হুমায়ুন কবির রিপন, ব্যারিস্টার এহসানুর রহমান।

অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, গত ২৬ ডিসেম্বর জাতীয় পত্রিকা দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিল করে ঢাকার জেলা প্রশাসক একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের আদেশ চ্যালেঞ্জ করে দৈনিক দিনকাল পত্রিকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রেস আপিল বোর্ডে আপিল করে।

এদিন শুনানিতে আইনজীবীরা বলেন, ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসক যে প্রজ্ঞাপন জারি করে তা আইনত অবৈধ। অধিকতর শুনানির জন্য সময় প্রয়োজন। শুনানি শেষে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসকের জারি করা প্রজ্ঞাপন স্থগিত থাকবে। এর ফলে আপাতত দিনকাল প্রকাশে বাধা নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102