সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

শীতে ত্বকের যত্নে তেল নাকি লোশন ভালো?

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আসছে শীত। শীতে ত্বকের যত্ন প্রয়োজন। শুষ্ক আবহাওয়ায় ত্বকের খসখসে ভাব দূর করতে অনেকে লোশন, আবার অনেকে ব্যবহার করেন তেল।

শীতকালে ত্বকের যত্নে কোনটি ভালো- এ বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল করিম।

নাজমুল করিম বলেন, শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে। এ সময় মানুষের শরীরে যদি ময়েশ্চার না থাকে তবে ত্বক টানটান লাগে এবং হাত দিয়ে দাগ দিলে খসখসে সাদা দাগ হয়। এজন্য বেশিরভাগ দেশেই শীতকালে ময়েশ্চারের জন্য লোশন বা তেল ব্যবহারের প্রচলন রয়েছে। লোশনে অনেক সময় ভালো পুষ্টিগুণ থাকে। কিছু লোশন একটু বেশি ভেজা বা তেলতেলে, কিছু কম। ত্বক অনুযায়ী বেছে নিতে হবে।

শীতে ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহার প্রসঙ্গে এই বিশেষজ্ঞ বলেন, সরিষার তেল ঝাঝালো। ফলে গায়ে না মাখাটাই ভালো।

লোশন নাকি অলিভ ওয়েল ভালো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে বিতর্ক আছে। অলিভ ওয়েল তেলের মতো, এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাদের ত্বক বেশি শুষ্ক তাদের জন্য লোশন ভালো। আবার অনেকের জন্য অলিভ ওয়েল ভালো কাজ দেবে। তবে লোশন বা অলিভ ওয়েলের ক্ষেত্র অলিভ ওয়েলকেই আমি বেশি প্রাধান্য দেব। কারণ এর মধ্যে ত্বকের জন্য উপকারী পুষ্টি রয়েছে।

নিউজ /এমএস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102