শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

ভারতে

কুরআন প্রতিযোগিতায় প্রথম হলো হিন্দু শিশু পার্বতী

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

কুরআন তেলাওয়াতে প্রথম পুরস্কার পেল হিন্দু শিশু। ভারতের কেরালার কোঝিকোড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী পার্বতী এই পুরস্কার জিতে আলোচনায় এসেছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পার্বতী হিন্দু পরিবার থেকে আসা সত্ত্বেও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় এ গ্রেড নিয়ে প্রথম পুরস্কার জিতেছে। সাবলীলভাবে আরবি ভাষার উচ্চারণ করে সবাইকে অবাক করে দিয়েছে সে।

কোঝিকোড়ে অনুষ্ঠিত থোদান্নুর উপ-জেলা শিল্প উৎসবে এই কৃতিত্ব অর্জন করেছে পার্বতী। চেম্মরাথুর এলপি স্কুলে পড়ালেখা করে সে। পার্বতীর একটি জমজ বোন রয়েছে। তার নাম পারভানা। সেও আরবীতে অনেক ভালো।

পার্বতী ও পারভানা তাদের স্কুল শিক্ষিকা রুকাইয়ার কাছে আরবি শিখেছে।

পার্বতীর বাবা নালিশ ববি কোঝিকোড়ে কর্মরত একজন আইটি পেশাদার। তার মা দিনা প্রভা একজন ইংরেজি শিক্ষক। তার বাবা-মা ভেবেছিলেন যে একটি নতুন ভাষা শেখা গুরুত্বপূর্ণ।

তারা অনুভব করেছিল যে তাদের বাচ্চারা এমন একটি ভাষা শিখুক যা তারা জানে না। পার্বতীর স্কুলের শিক্ষকরা মনে করেন তিনি প্রমাণ করেছেন যে ভাষার কোনো ধর্ম নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102