রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

লিপি একসাথে জন্ম দিলেন ৪ সন্তান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লিপি রানী দাস নামে এক নারীর কোলজুড়ে এলো চার সন্তান।সোমবার (২১ নভেম্বর) বিকেলে ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চার সন্তানের জন্ম হয়।

চার সন্তানের মধ্যে ২টি পুত্র ও দুটি কন্যা শিশু। এই নারীর ৯ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।

লিপি রানী দাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী। মঙ্গলবার সদ্য জন্ম নেওয়া চার সন্তানই সুস্থ সাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

পরিবার সূত্রে জানা গেছে, লিপি সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার গর্ভে চার সন্তান রয়েছে। তিনি সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হয়ে যাওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একসঙ্গে সুস্থ ও স্বাভাবিক চার সন্তান পেয়ে ভীষণ খুশি লিপি রানী দাস। শিশু চারটির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো। বর্তমানে ৪ শিশু এবং তাদের মা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুদের বাবা অমিত দাস দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। তিনি পরিবার পরিজনদের দেখতে মাঝেমধ্যে দেশে আসেন। অমিত দাসও চারটি সন্তান পেয়ে ভীষণ খুশি বলে জানান তার স্ত্রী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102