সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

যুক্তরাজ্যের আদালতে শুরু হচ্ছে আইএস-বধূ শামীমার আপিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৯৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় গিয়ে আইএস-বধূ হওয়ায় ব্রিটিশ স্কুলছাত্রী শামীমা বেগমের নাগরিকত্ব কেড়ে নেয় যুক্তরাজ্য। তবে নাগরিকত্ব বাতিলের বিষয়ে শামীমা বেগমের আপিল আজ সোমবার লন্ডনের একটি আদালতে শুরু হচ্ছে।

শামীমা বেগম ইসলামিক স্টেটে যোগ দেওয়ার উদ্দেশ্যে ২০১৫ সালে ১৫ বছর বয়সে লন্ডন ছাড়েন। চার বছর পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ার একটি শরণার্থী শিবির থেকে তাকে উদ্ধার করা হয়।

যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ ২০২০ সালের শুরুর দিকে শামীমা বেগমের যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল করেন। এর বিরুদ্ধে আবেদন করে শামীমা বেগমের আইনজীবী তাকে দেশে ফিরতে দেওয়ার অনুমতি চেয়েছিলেন।

রিপোর্ট, শামীমা বেগম দাবি করে আসছিলেন, তিনি শিশু পাচারের শিকার। অভিযোগ, কানাডিয়ান গুপ্তচর তাকে সিরিয়ায় পাচার করেছিল। এই দাবির ভিত্তিতে তিনি আপিল করেছেন।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিশেষ অভিবাসন আপিল কমিশন শামীমা বেগমের আপিল শুনবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102