শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

নির্বাচন পর্যন্ত ভালো ব্যবহার করতে হবে: মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচনের আগে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে নেতাকর্মীদের বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সোমবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আজম বলেন, নির্বাচনের আগে কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। মারামারি করবেন না। নির্বাচন পর্যন্ত সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি যে কর্মসূচি দিচ্ছে তার পাল্টা কর্মসূচি আমরা দিব। আগামী জাতীয় নির্বাচনের আগেই আমরা বিএনপিকে রাজপথে মোকাবিলা করে পরাজিত করব।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে মির্জা আজম বলেন, ‘এ ধরনের উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা আমাদের দলের জেলা উপজেলা পর্যায়ে সম্মেলন করছি, কারণ ওই ষড়যন্ত্র মোকাবিলা করব। আগামী জাতীয় নির্বাচন ২৪ সালের প্রথম সপ্তাহে হবে আর সে নির্বাচনের আগেই বিএনপি-জামায়াতের সঙ্গে মোকাবিলা করব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান।

সম্মেলন শেষে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. ফজলুর রহমান ও মো. আফাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102