শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জন হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষ। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর এ তথ্য জানিয়েছেন পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল। খবর বিসিসির।

এদিন পশ্চিম জাভায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার দূরের রাজধানী জাকার্তায়ও অনুভূত হয়।

দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি।

সিয়ানজুড় শহরের প্রশাসনিক প্রধান হারমান শুহেরমান জানান, ভূমিকম্পে ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও বহুমানুষ চাপা পড়ে আছে। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102