শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যুবলীগের সুবর্ণ জয়ন্তী পালিত

নিউইয়র্ক সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উৎসবে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আলোচনা সহ নানা আয়োজন করে সংগঠনটি। উৎসবমুখর পরিবেশে অতিথি ও নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা রিন্টু লাল দাসের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আব্দুল্লাহ আল রেজা স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যকারী সদস্য হাজী এনাম দুলাল।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলেমান আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শাহনাজ মমতাজ, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম ভুইয়া, আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি চন্দ।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জমির ইসলাম,  যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ও নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সেবুল মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা রহিমুজ্জামান সুমন, গোলাম মোর্শেদ আলম ,আব্দুল গাফ্ফার শাহীন, আল মামুন সরকার, গোলাম রব্বানি, মিজানুর রহমান চৌধুরী, ইমরুল কায়েস, হুমায়ূন কবির, রূপচান মিয়া, নিতাই পাল প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়ার পর  বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন , বাংলাদেশের স্বাধীনতা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নিরবতা।

এর আগে রঙীন বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। সব শেষে যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উন্নয়নের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, বহির্বিশ্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র যুবলীগকে ঢেলে সাজাতে হবে। তারা ঐক্যবদ্ধ ও সুসংগঠিত যুক্তরাষ্ট্র যুবলীগ গড়ার স্বার্থে কমিটি গঠন করার আহ্বান জানান সমাবেশ থেকে।

প্রধান অতিথির বক্তব্যে হাজী এনাম দুলাল বলেন, প্রবাসে থেকে জামাত-বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য দিয়ে বিদেশীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি এসব রাষ্ট্র বিরোধীদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, যুবলীগের নেতা-কর্মীদেরকে সরকারের উন্নয়ন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে হবে এবং সরকার বিরোধী যেকোন ষঢ়যন্ত্র প্রতিহত করতে হবে।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102