যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্পিংস শহরে এক সমকামী নাইটক্লাবে অতর্কিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
কলোরাডো স্পিংসের পুলিশ লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেন, রাত ১১ টা ৫৭ মিনিটে কর্তৃপক্ষ অসংখ্য ৯১১-এ কল পেতে শুরু করে। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
রিপোর্ট, এই হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কথা বলেনি। কলোরাডো স্পিংস-এর আগুন নির্বাপক বিভাগের ক্যাপ্টেন মাইক স্মালদিনো বলেছেন, কল পাওয়ার পর ঘটনাস্থলে ১১টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
এই হামলার পর ক্লাব কিউ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি আমাদের সম্প্রদায়ের ওপর বিবেকহীন আক্রমণ। ক্লাবটি হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম