রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

ব্রাজিল সমর্থকদের জার্সি উপহার দেবেন চিত্রনায়িকা মারজান

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

আর মাত্র ঘণ্টা কয়েক অপেক্ষা, এরপরই শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র জ্বরে এখন কাবু দেশের মানুষজন। পিছিয়ে নেই তারকা শিল্পীরাও। প্রিয় দলকে সমর্থন জানিয়ে এবার জার্সি উপহার দেওয়ার ঘোষণা দিলেন ‘মুসাফির’খ্যাত চিত্রনায়িকা মারজান জেনিফার।

তিনি জানান, তার পছন্দের দল ব্রাজিল। আর এই দলের সমর্থকদের উপহার স্বরূপ ১০০টি জার্সি দেবেন এই চিত্রনায়িকা। আর সে কথা জানিয়েছেন ফেসবুকেও।

মারজান জেনিফারের ভাষ্য, ‘১০০টা ব্রাজিলের জার্সি গিফট করব। যারা ব্রাজিলের সমর্থক, তারা আগামী ২৩ নভেম্বর শোরুমে এসে নিয়ে যাবেন (পুলিশ প্লাজা)। অবশ্যই মনে প্রাণে ব্রাজিলের সাপোর্টার হতে হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমার মধ্যদিয়ে রূপালি ভুবনে পা রাখেন মারজান জেনিফার। আশিকুর রহমান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102