সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

‘কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পরিচয়ে আমাদের সহযোগী সংগঠনের পরিচয়ে যারাই অপকর্ম করবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। নেত্রী ছাড় দেবেন না। নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জমিদারি করবেন শেখ হাসিনা সেটা কোনোদিন ক্ষমা করবেন না। জনপ্রতিনিধির জমিদারি মানসিকতা নিয়ে শেখ হাসিনার দলে থাকতে পারে না। বঙ্গবন্ধুর দলে থাকতে পারে না।’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজনে ‘নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের এ কে এম আফজালুর রহমান বাবু।

ওবায়দুল কাদের বলেন, ‘এই যে এত অর্জন, এত উন্নয়ন শেখ হাসিনার। দুই চার-জনের অপকর্মের জন্য যেন ম্লান না হয়ে যায়। আওয়ামী লীগের পরিচয়ে আমাদের সহযোগী সংগঠনের পরিচয়ে যারাই অপকর্ম করবে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। নেত্রী ছাড় দেবেন না। তার এত বড় সাফল্যকে ম্লান হতে দেবেন না এ অপকর্মকারীদের জন্য।’

তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই দোষ করে গুটি কয়েক, দুর্নাম হয় গোটা সরকারের। দুর্নাম হয় গোটা পার্টির, এটা আমরা হতে দেব না। যারা যেখানে অপকর্ম করছেন সব খবর নেত্রীর কাছে আছে। সবার এসিআর আছে, সময় মতো টের পাবেন। কেউ কেউ টের পাচ্ছেন। বাকিরা সামনে পাবেন।’

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102