মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারে জেলা লিগ্যাল এইড কমিটির ১৬৩ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী আহসান এর সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ বেগম লায়লা মেহের বানু এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ার, সিনিয়র সহকারী জজ মোঃ জালাল উদ্দীন,সহকারী জজ এম জি মিসবাহ উর রহমান,সহকারী জজ মোঃ আলমগীর,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট শাহীনা আক্তার, পৌর মেয়র ফজলুর রহমান,পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেল সুপার আব্দুল কদ্দুস, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (নারী শিশু আদালত) নিখিল রঞ্জন দাস, বিজ্ঞ সহকারী কৌশলী আব্দুল খালিক, প্যানেল আইনজীবি মোঃ জাহিদুল হক কচি, প্যানেল আইনজীবী আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ জাফর ইকবাল ও সাধারন সম্পাদক এ.কে.অলকসহ ভিন্ন এনজিও কর্মী বৃন্দ।