রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত আল্লাহর ওয়াস্তে মানুষের খেদমত করুন দেড় বছরেও চালু হয়নি বাল্লা স্থলবন্দর পঞ্চগড় রেললাইনের পাশ থেকে ধর্ষিতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির ও খৎনা কর্মসূচি অনুষ্ঠিত পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ ছাতকে তারুণ্যের উৎসবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে গুরুত্বপূর্ণ উপাদান- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বুধবার ফুলতলী ছাহেব ক্বিবলাহর ঈসালে সাওয়াব মাহফিল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এসেছে ভারতের ১০৫ মেট্রিকটন চাল

রেমিটেন্সে ডলারের দর ১০৭.৫০ টাকা: ১ অক্টোবর থেকে কার্যকর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: দুই সপ্তাহ পর ৫০ পয়সা কমিয়ে প্রবাসিদের রেমিটেন্স আনার দর নির্ধারণ করা হয়েছে ১০৭ টাকা ৫০ পয়সা টাকা। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ফরেইন অ্যাক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।

অন্যান্য দরে কোন পরিবর্তন আনা হয়নি। আর আমদানি খরচের দরটিই হবে আন্তঃব্যাংকে ডলার বিনিময় দর। আমদানি, রপ্তানিসহ অন্যান্য দর আগের মতোই থাকবে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আফজাল করিম বলেন, ‘ডলারের ওপর চাপ কমে আসায় নতুন দর নির্ধারণ করা হলো। যেসব ব্যাংকের আগাম কেনা রয়েছে তারা ডলারের দর সমন্বয় করবে এই সময়ের মধ্যে।’

ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনসহ শীর্ষ ব্যাংকাররা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আমদানিতে ডলারের দর আগের মতোই অর্থাৎ রেমিটেন্স ও রপ্তানি আয় নগদায়ন করার ওয়েটড গড় হার। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ গড়হারের সঙ্গে অতিরিক্ত ১ টাকা বেশি নিতে পারবে। অর্থাৎ স্প্রেড সীমা হবে ১ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি হবে আন্তঃব্যাংকে ডলার বিনিময় দর।

এর আগে, গত ১১ সেপ্টম্বর মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে বিদেশি অ্যাক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনাবেচার অভিন্ন দর ঘোষণা করে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন-বাফেদা এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।

দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে বিনিময় হার নিধারন করা হয়েছিল ১০৮ টাকা। আর রপ্তানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম ঠিক করা হয় সর্বোচ্চ ৯৯ টাকা।

ডলারের এই বিনিময় হার ঘোষণা করে আফজাল করিম বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী এই হারে সময় পরিবর্তন আনা হলো।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102