বিজয় রায়,ঠাকুরগাঁওঃ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার (১১ জুন) পঞ্চগড়,ঠাকুরগাঁও,দিনাজপুর-রংপুর,গাইবান্ধা,বগুড়া,সান্তাহার রুটে যাত্রা শুরু করেছে উত্তরবঙ্গের জনপ্রিয় আন্তঃনগর ট্রেন “দোলনচাঁপা এক্সপ্রেস” ।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ট্রেনটির শুভ উদ্ধোধন করেন। এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান সহ আরো অনেকে।
সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস গত ১৯৮৬ সালের ১৬ই মার্চ উদ্বোধন করা হলেও পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের সাথে এর কোন যোগাযোগ ছিলোনা। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁও বাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি চালু হলো।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি চালু করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এম,পি সহ রেল সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উত্তরবঙ্গের জনগণ।