স্পোর্টস ডেস্ক: আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিদেশি রিক্রুট মোহাম্মদ হাফিজ। ভিসা জটিলতায় না পড়লে আসরের শুরু থেকেই এবারের প্রিমিয়ার লিগে খেলতে যাবে এ পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে খেলবেন কোন বিদেশি ক্রিকেটার? ক্লাব পাড়ায় গুঞ্জন, আবাহনীর প্রথম পছন্দ ভারতের তারকা ব্যাটার হনুমা বিহারি।
অন্ধ্র প্রদেশে জন্ম নেওয়া ভারতের এ ২৮ বছর বয়সী টেস্ট ব্যাটারকেই আবাহনী লিগে বেশি সময়ের জন্য পেতে চায়। কিন্তু এখনকার খবর, এবারের লিগের শুরুতে হনুমা বিহারিকে পাবে না আবাহনী। কারণ তিনি টেস্ট খেলায় ব্যস্ত।
তাই বাধ্য হয়ে আবাহনীকে বিকল্প খুঁজতে হচ্ছে। বলে রাখা ভালো, আবাহনীর তিন নির্ভরযোগ্য উইলোবাজ লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট-ওয়ানডে দুই দলেই আছেন। তারা ফিরতে ফিরতে প্রথম লিগ শেষ হয়ে যাবে।
তাই আবাহনী কর্তারা ব্যাটিং শক্তি ঠিক রাখতে আফগান টপঅর্ডার নাজিবুল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে। দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানান, আমাদের সঙ্গে নাজিবউল্লাহ জাদরানের কথাবার্তা চূড়ান্ত। এই আফগানেরই প্রথম ম্যাচ থেকে আবাহনীর হয়ে খেলার কথা।
এদিকে প্রিমিয়ার লিগ সামনে রেখে আজ বিকাল ৩টায় শুরু হচ্ছে চ্যাম্পিয়ন আবাহনীর অনুশীলন। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন দক্ষিণ আফ্রিকা সফরে টিম বাংলাদেশের ডিরেক্টর হয়ে যাবেন। তাই ফয়সাল হোসেন ডিকেন্স ও তালহা জুবায়ের ঐ সময়ে আবাহনীর প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন।