শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুকে নিয়ে মাহমুদুলের গান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাংবাদিক মো. মাহমুদুল হাসান। ‘শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন নূর ইসলাম মোল্লা। এতে কণ্ঠ দিয়েছেন রাজীব রহমত।

গানটি ভিডিও ধারণ ও সম্পাদনা করেছেন নাজমুল হাসান সিয়াম। গানটি মাহমুদুল হাসানের অফিসিয়াল ভেরিফায়েড আর্টিস্ট চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ও দুর্লভ ছবি দিয়ে নির্মিত হয়েছে গানটি। এতে জাতির পিতার সংগ্রামী জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে।

নির্মাতা মাহমুদুল হাসান বলেন, দেশাত্মবোধের দায়বদ্ধতা ও বঙ্গবন্ধুর প্রতি প্রেম থেকেই গানটি তৈরি করা। এ গানের মাধ্যমে জাতির প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে। লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা, গান-শর্টফিল্ম নির্মাণ করেন মাহমুদুল।

সম্প্রতি ইউনিসেফ বাংলাদেশের জন্য একটি ফিল্ম (চ্যাম্পিয়ন) নির্মাণ করেছেন, যেটি ইউনিসেফের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রামাণ্যচিত্র নির্মাণের কোর্স শেষে সরকারি অনুদানে বাংলাদেশের বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102