শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

নারী দিবসে র‍্যালি করবে ডিআরইউ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও ‘কন্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।  সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, প্রতিবছরের মতো এবারো ডিআরইউ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বর থেকে একটি বর্ণাঢ্যর র‍্যালি অনুষ্ঠিত হবে। 

পরে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে নারী দিবস উপলক্ষ্যে কেক কাটা হবে। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে।

আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি ও ‘কন্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন ও কেক কাটা অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সংগঠনের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধও জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102