শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

পুতিনেকে এরদোগানের ফোন: যুদ্ধ বন্ধের আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। রোববার এক টেলিফোন কলে এরদোগান এই আহ্বান জানান।
 
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার প্রতি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক দিক বিবেচনায় করিডর খোলার আহ্বান জানিয়েছেন।। 

পুতিনের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে এরদোগান মধ্যস্থতারও প্রস্তাব দেন। যুদ্ধ শুরুর মাধ্যমে মানবিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, যুদ্ধবিরতি হলে সেটা কমবে বলেও মন্তব্য করেন তিনি।
 
তুরস্কের প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ঐক্যবদ্ধভাবে শান্তির পথ তৈরি করার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে এরদোগান নতুন করে ফোন দিয়েছেন। 

টেলিফোনআলাপে যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট এরদোগান পুতিনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে বলেন, এটা রাজনৈতিক সমাধানের পথ তৈরি করবে।

অন্যদিকে এরদোগানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে এবং মস্কোর দাবি পূরণ হলে রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে।

 ফোনালাপে রুশ প্রেসিডেন্ট তার আগের কথার পুনরাবৃত্তি করে বলেন, ইউক্রেন অভিযান পরিকল্পনা অনুযায়ী ও সময়সূচী অনুসারে চলছে।

ক্রেমলিনের বিবৃতি অনুসারে, পুতিন বলেছেন, তিনি আশা করেন রাশিয়া-ইউক্রেন আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102