স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে মোহালি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রবিন্দ্র জাদেজা। ব্যাট হাতে ১৭৫ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন ভারতীয় এই অলরাউন্ডার।
মোহালি টেস্টে সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৭৫ রানের লড়াকু ইনিংস খেলার পথে জাদেজা স্পর্শ করেছেন ১২৫ বছর আগের একটি রেকর্ড।
১৮৯৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেএস রঞ্জিতসিনজি সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৭৫ রান করেছিলেন। তার সেই রেকর্ড স্পর্শ করেছেন জাদেজা।
জাদেজার ১৭৫ রানের সুবাদে ৮ উইকেটে ৫৭৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে ১৭৪ রানেই অলআউট হয় শ্রীলংকা। ১৩ ওভারে চার মেইডেনসহ ৪১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন জাদেজা।
৪০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ফলোঅন এড়াতে নেমেও রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিভ্রান্ত হয় শ্রীলংকা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৭৪ রানে অলআউট হয়ে তৃতীয় দিনেই ইনিংস ও ২২২ রানের ব্যবধানে হেরে যায় লংকানরা।
ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান আর বল হাতে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন রবিন্দ্র জাদেজা।