ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শনিবার দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ছাত্রী ধর্ষক কম্পিউটার অপারেটর তৌহিদুলের অপসারনের দাবীতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানব বন্ধন করেছে পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা।
তাদের দাবী ওই স্কুলের এক শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে তৌহিদুল বিয়ের আশ্বাসে তার সাথে শারিরীক সম্পর্কও স্থাপন করেন।
এখন ভুক্তভোগী ওই ছাত্রীকে বাদ দিয়ে সে অন্যত্র বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেছে এ খবর পেয়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে তহিদুলের বাড়িতে ৩দিন ধরে অনশনে আছেন। এসময় ঐ ছাত্রীকে বেধড়ক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। তার সহপাঠীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসলে তাদেরকেও নির্যাতন করা হয় বলে তারা জানান । অবশেষে নিরুপায় হয়ে বিচারের দাবিতে ছাত্র/ছাত্রীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন এবং সেই সাথে ইউএনও বরাবর স্বারকলিপি প্রদান করেন।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন,অভিযোগ পেয়েছি বিষয় টা খতিয়ে দেখা হবে।