রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

এবার “বেলা শুরু” ছবিতে ঋতুপর্ণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বেলা শেষে’।  প্রায় ৭ বছর পর আগামী ২০ মে মুক্তি পাবে ‘বেলাশুরু’।বেলা শেষে সিনেমার মতো এটাতেও দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশেষে’ ছবির সাত বছর পর আসছে ‘বেলাশুরু’। এই ছবিতে যারা রয়েছেন একে একে তাদের লুক প্রকাশ্যে আনছেন উইন্ডোজ প্রোডাকশন। 

সিনেমাটিতে ‘মিলি’ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। 

সম্প্রতি ফেসবুক পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ৭ বছর পর আবার আমাদের মিলি আসছে। বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম আর সম্পর্কের নতুন ভাবনা নিয়ে। বেলা শেষের পর বেলা শুরু।’ 

প্রসঙ্গত, এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। সিনেমার শুটিং শেষ হওয়ার পর কয়েক মাসের ব্যবধানে পরলোকে পাড়ি জমান এ জুটি।এই ছবিতেই শেষবারের মতো দেখা যাবে কিংবদন্তি এই দুই অভিনেতাদের। শোনা যাবে তাদের কণ্ঠস্বর। 

এরআগে ২০১৫ সালে ‘বেলা শেষে’ সিনেমাটি বক্স অফিসে রেকর্ডসংখ্যক ব্যবসা করেছিল।এক বয়স্ক দম্পতির আলাদা হওয়ার গল্প নিয়ে ছিল এই ছবি। প্রায় ৫০ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102