রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

আমি নির্ভীক, দুনিয়া বলে নির্লজ্জ: শিল্পা শেঠি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নিজেকে নির্ভীক ও খোলামেলা বলে দাবি করেছেন শিল্পা শেঠি। তার নতুন ছবির পোস্টার দিয়ে ক্যাপশনে এমনটি লিখেছেন তিনি। মঙ্গলবার তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন।

সোনাল যোশীর পরিচালনায় নির্মিত ‘সুখী’ সিনেমায় অভিনয় করেছেন শিল্পা। এই ছবির পোস্টার দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, একটু নির্ভীক আমি, আমার জীবন একটা খোলা বই, দুনিয়া আমায় নির্লজ্জ বলে তো কী? আমার স্বপ্ন কারও থেকে কম যায় না। আমার আগামী নতুন ছবির জন্য আমি বেশ এক্সাইটেড।

জানা গেছে, স্বামী রাজ কুন্দ্রার জন্য ব্যক্তিগত জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন শিল্পা শেঠি। গত বছরের জুলাইয়ে পর্নোকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। প্রায় তিন মাস জেল খেটে জামিন পান গত সেপ্টেম্বর মাসে। 

এসব কারণে মিডিয়ার প্রশ্ন এড়াতে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন শিল্পা। এরই মাঝে দীর্ঘ ২১ বছর পর বড়পর্দায় ফেরেন অভিনেত্রী। 

মুক্তি পায় তার ‘হাঙ্গামা টু’ সিনেমা। এর পর রিয়ালিটি শোর বিচারকের আসনে দেখা যায় তাকে। এমনকি বিভিন্ন পার্টিতেও দেখা মেলে তার। সম্প্রতি শিল্পার বোন শমিতার জন্মদিনে একসঙ্গে দেখা যায় রাজ ও শিল্পাকে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102