স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াত আবারো দেশে হানাহানি সৃষ্টি করতে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। সুতরাং আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাস। বিএনপিকে সর্তক করে তিনি বলেন, আমরা শান্তির পক্ষে, কেউ শান্তি বিঘ্নিত করবে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা বরদাস্ত করবে না। গতকাল রোববার বিকেলে কাজলার পাড় বায়তুন নূর জামে মসজিদের পূর্বপাশের সড়কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৩নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হুমায়ুন কবির। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি মিসবাহুর রহমান ভূইয়া রতন, শরফুউদ্দীন আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্ত। এডভোকেট আফজাল হোসেন বলেন, আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা থেকে শুর করে এদেশে বিএনপি অনেক অশান্তি তৈরি করেছে।ইবগত দিনে এই দলটির নেতাকর্মীরা মানুষ পুড়িয়েছে, বাসে আগুন দিয়েছে। বাংলাদের প্রতিটি জনপদ রক্তাক্ত করেছে। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে কোনোভাবেই পেরে উঠতে না পেয়ে তারা আবার নতুন করে ষড়যন্ত্র করছে।