শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

এবার আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে বরখাস্ত পুতিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জুডো ফেডারেশন ভ্লাদিমির পুতিনকে সম্মানসূচক প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করেছে। 

ব্ল্যাক বেল্টধারী পুতিনের ওপর সম্প্রতি আরোপ করা ‘নিষেধাজ্ঞার’ কারণে রোববার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের গর্ভনিং বডি এই ঘোষণা দেয় বলে বিবিসি ও এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

একজন দক্ষ জুডোকা পুতিন ২০১৪ সালে অষ্টম ড্যানে ভূষিত হয়েছিলেন। এটি জুডোর সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে একটি। ২০০৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সভাপতি মারিয়াস ভাইজার ২০১৪ সালে পুতিনকে ‘জুডোর নিখুঁত প্রতিনিধত্বকারী’ হিসেবে প্রশংসা করেছিলেন।

নিজেকে ফিট রাখার জন্য পুতিনের প্রিয় জুডো ও আইস হকি। 

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট পদ থেকে পুতিনের এই বরখাস্তের সিদ্ধান্ত দেশটির ওপর আরোপ করা সর্বশেষ ক্রীড়া নিষেধাজ্ঞা।

ইউক্রেন ইস্যুতে নিষেধাজ্ঞার অংশ হিসেবে সেপ্টেম্বরে সোচিতে অনুষ্ঠিতব্য ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সও বাতিল করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102