ইউকেবিডি ডেস্ক: শীত শেষে দেশে ক্রমেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এখনই দেশের বিভিন্ন জায়গায় গরম অনুভূত হচ্ছে। শনিবার বাড়তে পারে দিনের তাপমাত্রা। এছাড়া, রাতের তাপমাত্রা একই থাকবে।
তবে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়েতে পারে। ফলে বাড়বে গরমও।
আজ সারাদেশে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া, ভোরের দিকে নদী অববাহিকার কিছু কিছু জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে ৫টা ৫৯ মিনিটে আর আগামীকাল ভোরে সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।