স্পোর্টস ডেস্ক: ম্যারাডোনাকে কিংবদন্তি বললেও লিওনেল মেসির নামে আগে তা জুড়তে নারাজ অনেকেই। যদিও কিছু কিছু ক্ষেত্রে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি।
বিশ্লেষকরা আর্জেন্টাইন খুদেরাজকে এখনই কিংবদন্তিদের কাতারে দাঁড় করাতে রাজি নয়। কারণ একটিই—
ম্যারাডোনা বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি জেতাতে পারেননি। তাই এ ম্যারাডোনা-মেসিকে নিয়ে তুলনামূলক আলোচনায় যেতে আগ্রহী নন অনেকেই।
তবে কোপা আমেরিকা জয়ের পর ফের সেই তুলনার বিষয়টি আলোচনায় এসেছে। এবারও সেই আলোচনায় যোগ দিয়েছেন ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। যাকে দিয়েগো ম্যারাডোনা জুনিয়র হিসেবেও ডাকা হয়।
কে ইতিহাসসেরা খেলোয়াড়— ম্যারাডোনা নাকি মেসি? এ প্রশ্নের জবাবে মেসির চেয়ে নিজের বাবাকেই এগিয়ে রেখেছেন সিনাগ্রা।
সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যম দিয়ারিও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনাগ্রা বলেন, ‘আমার বাবার কোনো তুলনা নেই। তার সঙ্গে কাউকে তুলনা করা যায় না। তবে আমার কাছে ফুটবলের ইতিহাসে বাবার পরই মেসির অবস্থান।’
এমন জবাবে মেসির স্তুতিই গাইলেন ম্যারাডোনাপুত্র।
এমন বিব্রতকর প্রশ্নের মুখোমুখি এর আগেও হয়েছিলেন সিনাগ্রা।
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়াভিত্তিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা জুনিয়র বলেছিলেন, ‘দিয়েগো ছিলেন দিয়েগো আর মেসি তো মেসি। আমার বাবার সঙ্গে তুলনা করায় মেসিকে-ই অনেক ভুগতে হয়েছে। আমি মেসিকে অপছন্দ করি তা নয়। আমি তাকে ভালোবাসি। ফুটবল ইতিহাসে তার মতো আর কেউ নেই।’