শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

রাতে মাঠে নামছে মোস্তাফিজের রাজস্থান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: করোনার কারণে গত মে মাসে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গত রোববার থেকে ফের শুরু হয়েছে। মঙ্গলবার রাতে ক্রিস গেইলের কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু রাত ৮টায়। 

আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ কারণ আইপিলের পয়েন্ট টেবিলের তলানিতে আছে দুই দল। রাজস্থান রয়্যালস ৭ ম্যাচ খেলে ৩টি জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অপরদিকে ৮ ম্যাচ খেলে ৩টি জয় পেয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের অবস্থান ৭ম।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের মতে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাজস্থান একাদশে থাকছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে সম্ভাব্য তিন বিদেশি হিসেবে থাকছেন এভিন লুইস, লিয়াম লিভিংস্টোন ও ক্রিস মরিস।

রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: যশবি জয়সাল, এভিন লুইস, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, শিভাম ডুবে, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, কার্তিক তিয়াগী, মুস্তাফিজুর রহমান ও চেতান শাকারিয়া।

পাঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল/অ্যাইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, আদিল রশিদ, রবি বিষ্ণুই, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামী ও নাথান এলিস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102