মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পিয়াস দাশ (৩৫) কে ভারতে যাওয়ার সময় আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ৷
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়৷
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন। শ্রীমঙ্গলে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে সীমান্ত পাড়ি দিতে দেওয়া হয়নি৷
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আটক পিয়াসের বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে একটি মামলা আছে৷ সেই মামলায় পিয়াসের বিরুদ্ধে পরোয়ানা জারী হওয়ায় তাকে সীমান্তে আটক করা হয়েছে৷