চীন ও যুক্তরাষ্ট্রের পর্যটন খাতের উন্নতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক সাম্প্রতিক ফোরামে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই ফোরামে নিউ ইয়র্ক সিটি ট্যুরিজম এবং কনভেনশনের প্রেসিডেন্ট ফ্রেড ডিক্সন উল্লেখ করেন, গত এক বছরে পর্যটন খাতে অনেক পরিবর্তন ঘটেছে। তিনি জানান, চীনা পর্যটকরা এখন আরো গভীর ও ইমার্সিভ অভিজ্ঞতা খুঁজছেন এবং আগের চেয়ে কম গন্তব্যে যাওয়ার জন্য বেশি দিন থাকার প্রবণতা দেখাচ্ছেন।
ডিক্সন বলেন, চীনা পর্যটকদের মধ্যে একটি নতুন প্রজন্ম দেখা যাচ্ছে, যারা বেশি শিক্ষিত এবং তাদের অভিজ্ঞতা বেড়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন , যুক্তরাষ্ট্রে চীনা পর্যটকদের সংখ্যা আগামী বছর বাড়বে। গত বছর নিউ ইয়র্ক সিটিতে ৩ লাখ ৮৬ হাজার চীনা পর্যটক এসেছিলেন, যা ২০১৯ সালের তুলনায় ৩৫ শতাংশ কম। খবর চায়না ডেইলির।
এই ফোরামের উদ্দেশ্য ছিল চীন ও যুক্তরাষ্ট্রের পর্যটন খাতের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং জনে-জনের আদান-প্রদানকে উৎসাহিত করা। প্রায় ৪০০ জন শিল্প প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। মার্কিন বাণিজ্য দফতরের সহকারী সচিব গ্রান্ট হ্যারিস জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে চীনা পর্যটকদের সংখ্যা ১৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রে সামগ্রিক পর্যটনের তুলনায় ৪ দশমিক ৭ গুণ দ্রুত হবে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডেসটিনেশন ডি সি-এর প্রেসিডেন্ট এলিয়ট ফার্গুসন জানান, চীনা পর্যটকরা অন্যান্য দেশের তুলনায় বেশি খরচ করেন এবং বেশি সময় থাকেন। তিনি বলেন, আমরা চীনা পর্যটকদের অভিজ্ঞতা উন্নত করার জন্য কাজ করছি এবং তাদের জন্য সাংস্কৃতিক দিকগুলি বুঝতে চেষ্টা করছি।
চীনের ট্যুর অপারেটররা যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য তাদের অভিজ্ঞতা কাস্টমাইজড করার উদ্যোগ নিচ্ছেন। চায়না ওডিসি ট্যুরের প্রেসিডেন্ট ঝৌ জিয়াওগুাং জানান, আমেরিকার পর্যটকরা এ বছর ২০১৯ সালের ৪০ শতাংশের মতো আসবেন, যদিও ফ্লাইটের সীমাবদ্ধতা রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, চীনে আগত মার্কিন পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
হংকং সরকারের সংস্কৃতি, ক্রীড়া এবং পর্যটন সচিব কেভিন ইয়ুং-হুং জানান, গত বছর ফেব্রুয়ারিতে ক্রস-বর্ডার পর্যটন পুনরায় শুরু হওয়ার পর, প্রায় ৮ লাখ মার্কিন পর্যটক হংকং সফর করেছেন। হংকং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার জন্য স্থানীয় সংস্কৃতির প্রচার করছে।
‘ট্রিপ ডট কম’র গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী সচিব সান বোওয়েন জানান, প্রথম ৩ মাসে ইনবাউন্ড ট্র্যাভেল অর্ডার আগের বছরের তুলনায় চারগুণ বেড়েছে। তিনি বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র পর্যটন কেন্দ্রিত নানা স্থানে আমেরিকান ভ্রমণকারীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।’
শিল্পের প্রতিনিধিরা বিশ্বাস করেন যে, উভয় দেশের মধ্যে খোলামেলা আলোচনা এবং গভীর সহযোগিতা পর্যটন খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নিউজ /এমএসএম