আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিন পালনের জন্য দেশবাসী এবং দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে দলীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের শত প্রতিকূলতা সত্ত্বেও স্বতঃস্ফূর্তভাবে তার জন্মদিন উদযাপনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা হলেও কেউ পিছপা হয়নি এবং সবাই উদ্যমের সঙ্গে তা পালন করেছে।
শেখ হাসিনা দেশের জনগণের ভালোবাসা ও মমতায় আবেগাপ্লুত হয়েছেন এবং দেশের কল্যাণে তার জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, খুব দ্রুতই এই অন্ধকার কেটে যাবে, দেশের জনগণকে সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং সকলকে ধৈর্য ও শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
নিউজ /এমএসএম