সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশকে আমরা সম্মান করি, কিন্তু ভয় পাই না: গম্ভীর

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২ এই পর্যন্ত দেখেছেন

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মাঠে ভারত। এর আগে, বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সেখানে নতুনভাবে উজ্জীবিত লাল-সবুজ শিবিরকে ঠিকই সম্মান করলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। নিজের অভিব্যক্তি জানিয়ে গম্ভীর বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি, আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকেও সম্মান করি।’

ভারত নিজেদের নিয়েই ভাবছে জানিয়ে গম্ভীর বলেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ, চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগেও যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের বিষয়টিও সামনে আনেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে গম্ভীর বলেন, ‘আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ এবং নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের টেস্ট স্কোয়াড নিয়ে গম্ভীর জানালেন, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে তাদের। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

প্রসঙ্গত, চেন্নাইয়ের লাল পিচে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102