সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

জানুয়ারিতে আন্তর্জাতিক মৌলভীবাজার উৎসব-২০২৫

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

আগামী ৩ ও ৪ জানুয়ারি (শুক্র ও শনিবার) ২০২৫, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকার উদ্যোগে মৌলভীবাজারস্থ রাঙ্গাউটি রিসোর্টে ‘আন্তর্জাতিক মৌলভীবাজার উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে রেজিষ্ট্রেশনের মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানটি সফল করতে এবং দেশ-বিদেশে অবস্থানরত আগ্রহী মৌলভীবাজারবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনকে মনোমুগ্ধকর, ঐতিহ্যপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে সাজিয়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

আন্তর্জাতিক এই আসরটি দেশ-বিদেশে অবস্থানরত মৌলভীবাজারবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে উঠবে অভূতপূর্ব এক মিলনমেলায়। মৌলভীবাজার জেলা সমিতির দক্ষ ও অভিজ্ঞ এক ঝাঁক প্রবীণ সংগঠকের সুনিপুণ কর্মতৎপরতায় ইতোপূর্বে অনুষ্ঠিত অনেক সাফল্যজনক উদ্যোগ ছিল লক্ষণীয়। তাদের পাশাপাশি বয়সে নবীনরাও যুক্ত হচ্ছেন এই উৎসবের বিভিন্ন আঙ্গিকে।

আয়োজনটি সফল করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত মৌলভীবাজার বাসীসহ শুভানুধ্যায়ীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মৌলভীবাজার জেলা সমিতির নেতৃবৃন্দ। যে কোন তথ্যের জন্য সভাপতি-০১৭১১-৫৪৭৯৯৪, সাধারণ সম্পাদক-০১৫৫২-৩৮৯০৫০ এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102