রবিবার (১ সেপ্টেম্বর) তৃতীয় দিনের শুরুতেই ধুঁকতে থাকে বাংলাদেশ। খুররাম শেহজাদের আগুনে বোলিংয়ে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সাদমান ছাড়া কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। একে একে প্যাভিলিয়নে ফেরেন সাদমান (১০), জাকির হাসান (১), নাজমুল হাসান শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২)।
৬ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কাও জেগেছিল। তবে লিটন-মেহেদীর ১৬৫ রানের জুটিতে ফলো-অন এড়ায় টাইগাররা। এরপর সেঞ্চুরির দিকেই হাঁটছিলেন তারা। তবে হঠাৎই প্যাভিলিয়নের পথ ধরেন মিরাজ। মিরাজের পর তাসকিনও ক্রিজে থিতু হতে পারেননি। লাল-সবুজের অষ্টম উইকেট পতনের পরই দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়। ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।
নিউজ /এমএসএম