প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের নতুন বাংলাদেশ গড়া নিয়ে তাদের মতামত বাংলাদেশীদের জানার জন্য বাংলাদেশ ডক্টরেট প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএ) আয়োজন করেছিল উন্মুক্ত আলোচনা। নতুন বাংলাদেশ গড়া আপনারা কী ভাবছেন? এবং দল-মত নির্বিশেষে বিডিপিএফ-এর সদস্য হিসেবে আপনারা কিভাবে নতুন বাংলাদেশ গড়ার ইতিহাসে অংশগ্রহণ করতে পারেন? এই দুটি প্রশ্ন নিয়ে শনিবার (৩১ আগস্ট) জুমে এই আলোচনা হয়।
আলোচনার শুরুতে বিডিপিএফ-এর সভাপতি ড. মোঃ মঞ্জুরে মওলা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং আন্দোলনের বিনিময়ে একনায়কতান্ত্রিক শাসন-ব্যবস্থার সমাপ্তি ঘটেছে। যার ফলে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। বর্তমানে এই নতুন দেশ গড়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন যিনি আমাদের ফোরামে (বিডিপিএফ) অংশগ্রহণ করেছেন ও ফিনল্যান্ডের আলতো বিশ্ব বিদ্যালয়ের সাস নেটওয়ার্ক এর কনফারেন্সে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রেখেছেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান ও নোবেল বিজয়ী ড. ইউনূস।
তিনি বলেন, আমাদের ইচ্ছে, আশা এবং সত্য ও সঠিক মতামত বর্তমান সরকার ও আগামীতে নির্বাচিত সরকারকে স্বপ্নের বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে। যেমন করে আমাদের পৃথিবীতে অর্থনীতির চাকাকে পরিবেশ বান্ধব ও টেকসই করতে চলেছে গ্রিন এনার্জি ও সার্কুলার অর্থনীতি। এই গ্রিন এনার্জি ও অর্থনীতি নিয়ে তিনি ও বিডিপিএফ-এর কিছু বিজ্ঞানী, বাংলাদেশের বর্তমান ও আগামী সরকারের সঙ্গে কাজের মাধ্যমে উপহার দিতে চান একটি জীবন্ত মডেল।
উপস্থিত প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের মধ্যে ড. মোঃ আব্দুল হাই, ড. মোঃ সানাউল হক, ড. আতিকুর রহমান, ড. হারুন-উর-রশিদ এবং ড. ইয়াসিনুর রহমান বলেন, বাংলাদেশের শিক্ষা কারিকুলামের আমূল পরিবর্তন করতে হবে, সামাজিক অবক্ষয় রোধ ও জাতীয়তাবোধ বৃদ্ধির জন্য একটি মডেল ও বাংলাদেশে উচ্চশিক্ষার ব্যবস্থার জন্য ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে বাংলাদেশের বর্তমান ও আগামী সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেন।
স্বাস্থ্যসম্মত পাবলিক হেলথের নিউট্রিশানের উপর ও গাছ ও বন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন যথাক্রমে ড. জহিরুল ইসলাম ও ড.সুনাল কুণ্ডু।
ডক্টরেটস প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ)-এর উন্মুক্ত আলোচনায় ড. মঞ্জুর এ মওলার সভাপতিত্বে অংশগ্রহণ করেছিলেন ড. মোঃ আব্দুল হাই, ড. আতিকুর রহমান, ড. সানাউল হক, ড. ইয়াসিনুর রহমান, ড. সুনীল কুণ্ড, ড. হারুন-উর-রশীদ ও ড. জহিরুল ইসলাম।
নিউজ /এমএসএম