শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশ নিয়ে কী ভাবছে ফিনল্যান্ডের বিডিপিএফ?

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের নতুন বাংলাদেশ গড়া নিয়ে তাদের মতামত বাংলাদেশীদের জানার জন্য বাংলাদেশ ডক্টরেট প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএ) আয়োজন করেছিল উন্মুক্ত আলোচনা। নতুন বাংলাদেশ গড়া আপনারা কী ভাবছেন? এবং দল-মত নির্বিশেষে বিডিপিএফ-এর সদস্য হিসেবে আপনারা কিভাবে নতুন বাংলাদেশ গড়ার ইতিহাসে অংশগ্রহণ করতে পারেন? এই দুটি প্রশ্ন নিয়ে শনিবার (৩১ আগস্ট) জুমে এই আলোচনা হয়।

আলোচনার শুরুতে বিডিপিএফ-এর সভাপতি ড. মোঃ মঞ্জুরে মওলা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং আন্দোলনের বিনিময়ে একনায়কতান্ত্রিক শাসন-ব্যবস্থার সমাপ্তি ঘটেছে। যার ফলে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। বর্তমানে এই নতুন দেশ গড়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন যিনি আমাদের  ফোরামে (বিডিপিএফ) অংশগ্রহণ করেছেন ও ফিনল্যান্ডের আলতো বিশ্ব বিদ্যালয়ের সাস নেটওয়ার্ক এর কনফারেন্সে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রেখেছেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান ও নোবেল বিজয়ী ড. ইউনূস।

তিনি বলেন, আমাদের ইচ্ছে, আশা এবং সত্য ও সঠিক মতামত বর্তমান সরকার ও আগামীতে নির্বাচিত সরকারকে স্বপ্নের বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে। যেমন করে আমাদের পৃথিবীতে অর্থনীতির চাকাকে পরিবেশ বান্ধব ও টেকসই করতে চলেছে গ্রিন এনার্জি ও সার্কুলার অর্থনীতি। এই গ্রিন এনার্জি ও অর্থনীতি নিয়ে তিনি ও বিডিপিএফ-এর কিছু বিজ্ঞানী, বাংলাদেশের বর্তমান ও আগামী সরকারের সঙ্গে কাজের মাধ্যমে উপহার দিতে চান একটি জীবন্ত মডেল।

উপস্থিত প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের মধ্যে ড. মোঃ আব্দুল হাই, ড. মোঃ সানাউল হক,  ড. আতিকুর রহমান, ড. হারুন-উর-রশিদ এবং ড. ইয়াসিনুর রহমান বলেন, বাংলাদেশের শিক্ষা কারিকুলামের আমূল পরিবর্তন করতে হবে, সামাজিক অবক্ষয় রোধ ও জাতীয়তাবোধ বৃদ্ধির জন্য একটি মডেল ও বাংলাদেশে উচ্চশিক্ষার ব্যবস্থার জন্য ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে বাংলাদেশের বর্তমান ও আগামী সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেন।

স্বাস্থ্যসম্মত পাবলিক হেলথের নিউট্রিশানের উপর ও গাছ ও বন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন যথাক্রমে ড. জহিরুল ইসলাম ও ড.সুনাল কুণ্ডু।

ডক্টরেটস প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ)-এর উন্মুক্ত আলোচনায় ড. মঞ্জুর এ মওলার সভাপতিত্বে অংশগ্রহণ করেছিলেন ড. মোঃ আব্দুল হাই, ড. আতিকুর রহমান, ড. সানাউল হক, ড. ইয়াসিনুর রহমান, ড. সুনীল কুণ্ড, ড. হারুন-উর-রশীদ ও ড. জহিরুল ইসলাম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102