বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

লিজেন্ডস লিগে রাজ্জাকের দলে কার্তিক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন

কদিন আগেই খেলা ছেড়েছেন দীনেশ কার্তিক, অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। এবার সতীর্থ বনে গেলেন তারা। লিজেন্ডস লিগ ক্রিকেটে একই দলে খেলবেন দুই দেশের এই দুই কিংবদন্তি।

এবারের আসরেও রাজ্জাককে দলে ধরে রেখেছে সাউদার্ন সুপারস্টারস। অন্যদিকে প্রথমবারের মতো ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে দলটি। তারা ছাড়াও এই দলে এল্টন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজা, জীবন মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, নাথান কোল্টার নাইল, চতুরঙ্গ ডি সিলভার মতো স্বনামধন্য ক্রিকেটাররা রয়েছেন।

এবারের আসরে অন্য দলগুলোও তারকায় ঠাসা। সুরেশ রায়না, গুরকিরাত সিং, সামিউল্লাহ শিনওয়ারি, ইসুরু উদানা, স্টুয়ার্ড বিন্নি, নুয়ান প্রদীপ, চ্যাডউইক ওয়ালটনকে দলে টেনেছে আরবানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে অ্যাশলে নার্স, ডোয়াইন স্মিথ, কলিন ডি গ্র্যান্ডহোম, মুরালি বিজয়, ইয়ান বেলরা ইন্ডিয়া ক্যাপিটালসে খেলবেন।

ক্রিস গেইল ছাড়াও লিয়াম প্লাঙ্কেট, ল্যান্ডল সিমন্স, সেকুগে প্রসন্ন, শ্যানন গ্যাব্রিয়েল, মোহাম্মদ কাইফ, শ্রীশান্ত ও শিখর ধাওয়ানকে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস।

হরভজন সিং, রবিন উথাপ্পা, থিসারা পেরেরা, শেলডন কটরেল, অ্যাঞ্জেলও পেরেরা, মনোজ তিওয়ারি, আসেলা গুনারত্নেকে নিয়ে দল সাজিয়েছে মনিপাল টাইগার্স। ইরফান পাঠান, ইউসুফ পাঠান, কেভিন ও’ব্রায়েন, রস টেলর, বিনয় কুমার, দিলশান মুনাবিরা, প্রবীণ তাম্বে, আম্বাতি রাইডুর মতো ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে কনার্ক সুরিয়াস দল।

এদিকে এই টুর্নামেন্টের নিলামে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। তবে তাকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি।

তামিম ছাড়াও বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার এবার দল পাননি। এই তালিকায় মোহাম্মদ আশরাফুল, নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র, অলক কাপালি ও ইলিয়াস সানিরা আছেন।

বিদেশি তারকাদের মধ্যে তিলাকরত্নে দিলশান, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মার্টিন গাপটিল, হাশিম আমলা, উপুল থারাঙ্গা, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘানসহ অনেকেই অবিক্রিত থেকেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102