বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ সভার আগেই পদত্যাগ করেছিলেন জালাল ইউনুস। এরপর গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে জরুরি সভায় সভাপতির পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন।
একই সভায় এনএসসির মনোনীত আহমেদ সাজ্জাদুল আলম ববিকে বাদ দিয়ে নাজমুল আবেদিন ফাহিমকে নতুন করে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয় । আর জালাল ইউনুসের পরিবর্তে এনএসসির মনোনয়নে পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ।
দায়িত্ব নেওয়ার পর আজই (২৯ আগস্ট) প্রথম মিটিংয়ে বসেছিল ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। সেখানে পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল পদত্যাগ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মৌলভীবাজার-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য নাদেল।
এদিকে আজকের বোর্ড সভায় আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ও সম্পৃক্ত পরিচালকরা অংশ নেননি। এই তালিকায় আছেন- আ জ ম নাসির, নাঈমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের প্রমুখ পরিচালক।
অন্যদিকে প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে ছুটি চেয়েছেন ৪ পরিচালক। আর আজকের সভায় মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, সাইফুল আলম চৌধুরী স্বপনরা রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারাই শেষ পর্যন্ত বোর্ডে টিকে যাবেন।
নিউজ /এমএসএম