টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে, প্রথম ওয়ানডেতে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দল। আগামী ৩০ আগস্ট (শুক্রবার) সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ গড়াবে।
ভেজা মাঠের কারণে ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে টস বিলম্বিত হয়। এরপর ফের মাঠে বৃষ্টি নামে। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে মাঠ পর্যবেক্ষণ শেষে জানানো হয়, ফ্লাডলাইট থাকায় রাত ৯টা পর্যন্ত ম্যাচ অফিশিয়ালরা অপেক্ষা করতে পারবেন। তবে এর তিন ঘণ্টা পেরিয়েও খেলা শুরু করার মতো উপযুক্ত কন্ডিশন পাওয়া যায়নি।
এর আগে, প্রথম একদিনের ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাটিং করে ১৪ ওভার বাকি থাকতেই ১৮৩ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে ৮ উইকেট হাতে রেখে ২৭ দশমিক ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
নিউজ /এমএসএম